![]() |
ওর দিকেই : সিদ্ধার্থ সিংহ |
ষষ্ঠ শ্রেণি অবধি পড়েছে মেয়েটি
কোনও গুণ নেই
একটা মাত্র স্বামী, তাকেও ধরে রাখতে পারেনি।
এর তার বাড়ি কাজ করে
আমার বাড়িতেও।
বর্ষাকাল, কখন ঝুপ করে বৃষ্টি নেমে যায়!
ওকে বললাম, আকাশটা দেখ তো, ছাতা নেব কি না
ও জানালায় দাঁড়িয়ে দেখতে লাগল---
শ্বেতশুভ্র হিমালয়ের চূড়ায় সূর্যের ছটা
এক দঙ্গল পাগলা ঘোড়ার হাওয়ায় ভেসে যাওয়া
পালটে-পালটে যাওয়া ডাইনি বুড়ি
আরও কত কী!
গলির মুখ অবধি গিয়ে দেখি গাছটার তলায় কত বকুল ফুল পড়ে আছে
কী সুন্দর গন্ধ!
টপাটপ ক'টা তুলে ঘরে রাখার জন্য ওর হাতে দিতেই
ও তাতে দেখতে পেল সুদর্শন চক্র, অশোক স্তম্ভের চরকা।
ফেরার সময় কিনেছিলাম একগুচ্ছ রজনীগন্ধার স্টিক
ফুলদানিতে রাখার জন্য ওকে দিতেই
ফুলগুলো ওর কাছে হয়ে গেল কতগুলো বিধবা মেয়ে।
ষষ্ঠ শ্রেণি অবধি পড়েছে মেয়েটি
কোনও গুণ নেই
একটা মাত্র স্বামী, তাকেও ধরে রাখতে পারেনি।
কেউ ওর দিকে ফিরেও তাকায় না
অথচ আমার চোখ বারবার ওর দিকেই চলে যাচ্ছে
ওর দিকেই...
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন