![]() |
ঘাতক : সন্দীপ কুমার ঝা |
সে কোন এক সন্ধ্যাবেলা থেকে গেঁথে গেঁথে তুলেছি,
বিকারের দৃশ্যগুলো যত্মে রচনা করেছি আমরাই।
আজ ভয় কেন তবে!
এবার বীভৎস মৃত্যুগুলোও আমাদের সামনেই রচিত হবে!
যে কালিতে তুমি লিখেছি ওদের অক্ষরহীন ভবিষ্যত,
অথবা কেবল কালো অক্ষর মালা,
তলিয়ে যাওয়ার আগে,জেনে নেওয়া ভালো,
সে কালিতেই এ সভ্যতার মৃত্যুদণ্ড লেখা!
হে!উন্মাদের দেশ,
এই অন্ধ ফাঁস থেকে, তোমার মুক্তি নাই!
ব্যাধ আর তার নিজের ছোঁড়া তির
এবার মুখোমুখি!
এবার সন্মুখ সমরে,আমরা দুই ঘাতক!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন