![]() |
তারা কি সত্যি ভাগ্যবান : মন্দিরা মন্ডল |
সেই দিনের ঘটনা,
যে দিন আমি ভেবেছিলাম,
তারা খুব ভাগ্যবান
এখনও বলি, ভাবি !
সত্যি তারা খুব ভাগ্যবান।
তাদের বিরক্ত করার মতো কোনো কিছু নেয়,
না আছে শারিরীক সমস্যা না আছে কোনো মানসিক চাপ !
তারা নিজের সমস্যা -এর সমাধান নিজেরাই করতে পারে,
কারো সাহায্যের প্রয়োজন হয় না।
কোনো কিছু নেওয়া বা কোনো জায়গা যাওয়ার জন্য
সবকিছুতেই কারও অনুমতি নেওয়ার প্রয়োজন পরে না।
তাদের বিপদ সম্ভবত তারাই
টানতে পারে কারও দরকারও পরে না !
তাদের কোনো সমস্যা নেই,
তাদের ব্যাপারে যদিও ভালোভাবে জানি না কিন্তু
কোনো সমস্যা দেখতে পায় না !
কতো ভাগ্যবান না ?
তারা সত্যিই খুব ভাগ্যবান !!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন