![]() |
আমি পুরুষ বলছি : আরতি ধর |
একজন নারী চাই
সর্বক্ষণ একজন নারী পাশে চাই
আমার ঘুম আসবে আমার চুলে তার হাতের ছোঁয়ায়
আমার ঘুম ভেঙে যাবে কপালে তার আদুরে চুম্বনে।
একজন নারী চাই~
সর্বক্ষণ একজন নারী পাশে চাই
তার চোখের কাজলে আমি
খুঁজবো ঠিকানা
তার নুপূরের ধ্বনি করবে আমাকে আনমনা।
একজন নারী চাই~
সর্বক্ষণ একজন নারী পাশে চাই
আমি আমার ব্যর্থতা টুকু ঢেলে দেবো তাকে ক্রোধ রুপে
আমি আমার সফলতা বিলিয়ে দেবো তাকে ভালোবাসা দিয়ে
সে আমাকে পরামর্শ দেবে সৎপথে চলার
সে ধৈর্য্য সহ নেবে আমি আর আমার সংসারের ভার
একজন নারী চাই~
সর্বক্ষণ একজন নারী পাশে চাই
তার কঁচি-কাঁচা হাতে আমি আমার কঠিন হাতের আঙুল দিতে চাই
তার আধো-আধো মুখে বাবা শব্দ টায় আমি নিজেকে হারাই।
একজন নারী চাই~
সর্বক্ষণ একজন নারী পাশে চাই
বেলাশেষে হিসেবের খাতা টা তোমার কাছে খুলতে চাই
ধার গুলো যে শোধ হবার নয়
একথা উচ্চ কন্ঠে বলতে আমার কোনো দ্বিধা নাই।
সবশেষে
তোমার ওই আঁচলের ছায়ায় শুয়ে যেন চীর নিদ্রার দেশে পাড়ি জমাই।
সত্যি জীবনের প্রতি টি ধাপে একজন নারী চাই
তোমাকে সম্মান জানাতে কোনো বিশেষ দিনের প্রয়োজন নাই
আমাদের প্রতি টি দিন বিশেষ হয় নারী তোমাদের ই সহায়তায়।
ইটানগর, অরুণাচল প্রদেশ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন