জবালাদের সাথে : মৃদুল শ্রীমানী

জবালাদের সাথে : মৃদুল শ্রীমানী
জবালাদের সাথে : মৃদুল শ্রীমানী

আমি যৌনকর্মীদের সাথে প্রথম পরিচিত হ‌ই আমার গুণী সহকর্মী কিশলয় বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে। কিশলয় বিস্তর পড়াশুনা করেন, আর ইংরেজি ভাষায় লেখালেখি করেন, ওইটুকু জেনে আমি কিশলয়ের অনুরক্ত ছিলাম। কিশলয় বলেছিলেন জমির আইন কানুন নিয়ে একটা ওয়র্কশপ করবেন একটা এনজিও। কলকাতায় কলেজ স্ট্রিটে ইউনিভার্সিটি ইনস্টিটিউট অ্যানেক্স হলে। তখন সদ‍্য সদ‍্য আমার জমি জরিপ ব‌ইটি প্রকাশ করেছেন পত্রলেখা। বেরোনোর কদিনের মধ‍্যে প্রথম সংস্করণ শেষ। দ্বিতীয় সংস্করণের প্রস্তুতি নিচ্ছি, এমন সময় কিশলয়ের মুখে ওয়র্কশপের খবর পেয়ে লুফে নিলাম। আমাদের সঙ্গী হলেন সুরজিৎ। তিনি তরুণ আইনজীবী। 

আমি জমির আইন নিয়ে বলব। বোর্ডের উপর আর্ট পেপার ঝুলিয়ে আমার মোটা কথা গুলো লিখে দেবেন পণ্ডিত মানুষ কিশলয়। আইনের কূটকচাল নিয়ে কঠিন প্রশ্ন সামলে দেবেন আইনজীবী সুরজিৎ। অ্যানেক্স হলে গিয়ে দেখলাম ওয়র্কশপে অংশগ্রহণ কারী সবাই ফুটফুটে দেখতে তরুণী মেয়ে। পুরুষ বলতে আমরা তিনজন। এতগুলি সুন্দরী ললনা এই কাঁচাবয়সে জমি নিয়ে কী পরিমাণ আগ্রহ বোধ করছেন, বুঝতে পারছি না। এমন সময় জানলাম এই মেয়েরা সোনাগাছি বা হাড়কাটা থেকে এসেছেন। ভদ্রলোকের সমাজে এঁদের বেশ‍্যা, পতিতা, রূপোপজীবিনী, দেহপসারিণী বলে চেনানো হয়। পলিটিক্যালি কারেক্ট লব্জে এঁরা যৌনকর্মী।

আমার কোনও রকম অসুবিধা হল না। ঠিক ঠিক ভদ্র সভ‍্য বাড়ির গড়পড়তা একটা সুশ্রী মেয়ে যেমনটি হয়, এদের দেখে তেমনই লক্ষ্মী মেয়ে বলে মনে হল। দিনহাটার বিএল‌এল আর ও হয়ে নিয়মিত যৌনপল্লীতে যাওয়া শুরু করলাম। না, ঠিক ধরেছেন, নিজের শারীরিক প্রয়োজন মেটাতে নয়, ততদিনে বুঝতে পেরেছি, এরা সমাজের সন্তান, সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ। এঁদের বাড়িতে অন্নগ্রহণে আমার কোনো অসুবিধা হত না। আমার মনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে....,' কাজী নজরুল ইসলাম বলতেন, "কে বলে তোমায় বারাঙ্গনা মা, কে দেয় থুতু ও গায়ে?" আমি যে যৌনপল্লীতে যাই , সে খবর সংবাদপত্রে, কাগজে বের হলে, জেলা অফিসে সিনিয়র অফিসাররা আমায় বললেন, খারাপ পাড়ায় তোমার যাবার দরকারটা কি? আমি খারাপ পাড়ায় যাওয়া ছাড়ি নি। 

অনেক দিন পর কলকাতার সোনাগাছিতে গেলাম। হ‍্যাঁ, ব‌উকে নিয়ে। গেলাম দুর্গাপূজার অষ্টমীতে। গতবারের দুর্গাপূজায় ব‌উ ও মেয়ে, দুজনকে সাথে নিয়ে সেখানে গেলাম। অষ্টমী পূজায়। মেয়েরা যৌনকর্মী হয়ে জন্মায় না। নিদারুণ শোষণ আর প্রতারণার ফলে ওখানে গিয়ে পড়ে। রোজ। আমাকে যৌনকর্মীদের বন্ধু করে দিয়েছিল কিশলয়। আমার গুণী বন্ধুটি।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.