![]() |
তবুও জীবন : সঞ্জয় সরকার |
এ জীবন ছেড়ে গেলে
পড়ে রবে কি...
মনের মধ্যে হাজারো প্রশ্নের আনাগোনা
ভালো মন্দ সব মিলেমিশে একাকার
যোজন ব্যবধানে থেকেও
একে অন্যকে দুষে চলে মানুষ,
ভাঙা মন নিয়ে একে অপরের
দোষ খুঁজে ফেরে নির্বিকার..
এর কোনো শেষ নেই
কোন বিরাম নেই এ পথ চলার
যতদিন এ পোড়া জীবন আছে
ঠিক ততদিন এভাবেই, তবু
এ জীবন ছেড়ে গেলে
আর রবে কি ...!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন