![]() |
পৃথিবী হই আরও একবার : তুষার দাস |
অনন্ত অনাবিল রাতে
আকাশের নীচে শুয়ে
নিজেকে পৃথিবী মনে হয়।
তারা ছুটে যায়
এ প্রান্ত থেকে সে প্রান্তে
কালপুরুষ সপ্তর্ষীমন্ডল
নি:সঙ্গ ধ্রুবতারার হাতছানি।
ফুটি ফাটা জাল
চুন উঠে যাওয়া পেনাল্টি বক্স
দুহাত ছড়ানো
গোলপোস্টের নিচে তুমি তখন একা।
দলবদ্ধ ঘাস দলছুট শিশির বিন্দু
জমাট ঠান্ডা অন্ধকার
উৎকন্ঠার উদ্গ্রীব প্রহর।
বিবর্ন কোলাহলের রক্তিম ঠোঁট
শহুরে কালশিটে পড়া প্যাঁচ পয়জার
জেগে উঠবে আরও একটু পরে।
তার আগে এসো,
আরো একবার অনন্ত আকাশের নিচে শুয়ে
একটু পৃথিবী হয়ে নেওয়া যাক।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন