![]() |
যে আমাকে : বিদিশা সরকার |
যে আমাকে বলেছিল ওদের ইচ্ছায় অবশেষে
যে আমাকে শুনেছিল ডুকরে ডুকরে আমি শুধু যাকে
যে আমাকে ফিরে এসে শাল সুঠামের বাহুপাশে
রেখেছিল সুরক্ষিত এখনও তেমন ভাবে রাখে
অফিসের কাঁচঘরে জলবন্দি শ্রাবণসন্ধ্যায়
দেরি করে বাড়ি ফেরা যে আমাকে "প্রান চায় তোমাকেই শুধু"
আমিও বলেছি আজ ভেসে গেল এখানেও সব কুলশীল
দেরি করে কেন ফেরো, যানজটে কতো কী ঝামেলা
আমি তো ফিরিয়ে দিচ্ছি (যে আমাকে) তার ঘরে তবু
যাবার আগেও কেন খোঁজ নেয় কবিতায় রেখেছ আমাকে ?
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন