![]() |
হঠাৎ রাজা : শিবরাম ভূঞ্যা |
হঠাৎ যেদিন রাজা হলে,
কত মানুষের ভিড়
তোমার সাথে সাথে চলে।
ডানে একশ বামে একশ,
আর তুমি একাই একশ।
কত ক্ষমতা তোমার।
তোমার কথায় ওঠে বসে
তোমার কথায় কাঁদে হাসে,
তোমার কথায় সামনে ছোটে
তোমার কথায় পিছু হটে।
তুমি যেটা ভালো বলো
বলে সবাই ভালো,
তোমার চোখে দেখে সবাই
সাদা জিনিস কালো।
তুমিই সেদিন রাজা ছিলে,
মানুষ তোমার সাথে চলে।
ভাবে তোমার ছোঁয়া পেলে
সব দুঃখ যাবে চলে।
তুমিও চলো সাথে সাথে
মন রেখেছ ’নেক তফাতে,
দিলে তুমি প্রতিশ্রুতি
করলো তারা তোমার স্তুতি,
পরে হল অবগতি
জানলো সবাই তোমার ’কীতি।
কিন্তু সেদিন রাজা ছিলে।
মানুষ ভয়ে সাথে চলে।
দেখে তোমার রক্তচক্ষু
ভীতমানুষ রয় তিতিক্ষু।
ভাবছো সবই চলছে ঠিক
বুঝলে তুমি আকস্মিক,
মানুষ আর নেইকো সাথে
বসতে হবে তোমায় পথে।
পথেও তুমি তাকিয়ে দেখো
যারেই তুমি কাছে ডাকো
পাশ কাটিয়ে তোমাই চলে
ভাবো, একদিন রাজা ছিলে।
ডান শূন্য বামও শূন্য
দেখি তোমায় চিন্তামগ্ন,
আজ তুমি বড্ড একা
ঘুরে গেল ভাগ্য চাকা,
যারা তোমার সঙ্গে ছিলে
তোমার দিকে আঙুল তুলে।
এবার একটা সত্য বলি
তুমিও তো মানুষ ছিলে,
কেন নীতি দিয়ে জলাঞ্জলি
রাজা তুমি হতে গেলে?
রাজা যদি হতেই হয়
প্রজার কথা ভাবতে হয়,
প্রজার কথা না ভাবলে
মানুষ ছেড়ে যাবে চলে।
তাই তোমায় দেখে আজ
আমার বড্ড কষ্ট হয়,
যার ছিল সিংহ নিনাদ
ডাকছে কিনা ম্যাও!
এবার ভাবো রাজা ছিলে
আবার তুমি মানুষ হলে,
এখন যদি অন্য রাজা
তোমায় দেয় কঠিন সাজা।
তাই তো বলি এখন থেকে
মানুষ তুমি হও,
মানুষ হয়েই পাশে থেকো
রাজা হয়ে নয়।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন