![]() |
কস্তুরী মৃগ : বর্ণালী সেন ভট্টাচার্য |
বনভূমি জুড়ে রোজ
কস্তুরী মৃগের কান্না শুনি।
সুরভী কোথায় লুকায় বলো সে!
যেভাবে গন্ধরাজে কেবলই গন্ধ রাজে
ভ্রমর পাগল--
ছুটে আসে অলিকুল, প্রজাপতি
মৌপিয়া পাখি----
সেভাবেই শিকারীরা আসে।
সুরভীর ভেতরে সে কোথায় লুকায় বলো!
আদ্যন্ত শিকার জন্ম তার।
দুর্লভ যে কস্তুরী--
সে আসলে হরিণের নিজস্ব অসুখ।
কস্তুরী মৃগ কি তার জানে!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন