কস্তুরী মৃগ : বর্ণালী সেন ভট্টাচার্য

কস্তুরী মৃগ : বর্ণালী সেন ভট্টাচার্য
কস্তুরী মৃগ : বর্ণালী সেন ভট্টাচার্য

বনভূমি জুড়ে রোজ
কস্তুরী মৃগের কান্না শুনি।
সুরভী কোথায় লুকায় বলো সে!
যেভাবে গন্ধরাজে কেবলই গন্ধ রাজে
ভ্রমর পাগল--
ছুটে আসে অলিকুল, প্রজাপতি
মৌপিয়া পাখি----
সেভাবেই শিকারীরা আসে।

সুরভীর ভেতরে সে কোথায় লুকায় বলো!

আদ্যন্ত শিকার জন্ম তার।

দুর্লভ যে কস্তুরী--
সে আসলে হরিণের ‌নিজস্ব অসুখ।

কস্তুরী মৃগ কি তার জানে!
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.