![]() |
হে মহান : বিমান পাত্র |
তোমার সৃষ্টির সব আমরাই বিধাতা
আমাদের আনন্দের স্বপ্নের জিজ্ঞাসার কথা
তব উৎস হয়ে।
প্রকৃতির সম্পদের আকাশ বাতাস
নিয়েছ ভাণ্ডার ভরি করিতে প্রকাশ
সঞ্চয়ের দায়ে।
ঈশ্বরের সৃষ্টির অমূল্য জীবন
রহস্যের প্রতি পল তব প্রয়োজন
উন্মোচিত হয়ে।
মৃতের কবর খোঁড়ে তোমার লেখনী
প্রেমের গোপনকথা লিখ তার বাণী
পুলকিত হয়ে।
আমাদের সময়ের সিংহভাগ নিয়ে
সম্মোহিত করিয়াছ সাধিয়ে সাধিয়ে
অবাক্ বিষ্ময়ে।
হে মহান —
এত ঋণে ঋণী তুমি শোধিবে কি করে?
সৃষ্টির কল্পনার অমৃতের জোরে
দারুণ সংশয়ে।
মনেহয় সৃষ্টির যত অলংকার
পলকেই মিটাইবে সব দায় ভার
অনুরাগী হয়ে।
তাই ভ্রান্তি আমার ভেঙে দিও তুমি
আপন করুণ আবেশে,
হে মহান হে বিজ্ঞ ক্ষমীয় ক্ষমীয় মোরে
এই নিদারুণ ক্লেশে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন