মঙ্গলবারে জগা : শিবরাম ভূঞ্যা

মঙ্গলবারে জগা : শিবরাম ভূঞ্যা
মঙ্গলবারে জগা : শিবরাম ভূঞ্যা

আকাশ ঘিরে মেঘ ঘনাল
      আমরা গেলাম ছুটে ।
জগা গেল দোকান নিয়ে
      মঙ্গলবারের হাটে ।।
কুমড়ো, পটোল, আলু, পেঁয়াজ 
      আর লাউয়ের ডগা ।
বলে সবাই “একি কান্ড
      দোকান দিয়েছে জগা” !! 
খোদ্দের দেখে একটু হাসে
      ভাবে, সবে শুরু হলো ।
বলবেই তো হাটে বসে
      জগা যে ছেলে ভালো ।।
জগা কেন ভালো ছেলে,
      তা কি তোমরা জানো ?
জগা দাম নেয় কম
      এ কথাটা তোমরা মানো ।।
পটোলের দাম কুড়ি,
      আর আলুগুলো আট ।
এ যে জগার দোকান
      আর এ তো মঙ্গলবারের হাট ।।
এক দু’আনা কম হবে না
      হলেই বলে ‘জোচ্চোর’ । 
এই ভয়ে কেউ হাট করেনা
      শুনেই মারে দৌড় ।।
কিন্তু জগা ভালো ছেলে
      নাম যে তার জগা ।
আলুগুলো পচা, আর
      শুকনো লাউয়ের ডগা ।।
কুমড়োগুলো পচে গেলে
      দেয় ওগুলো চেঁচে ।
বাধ্য হয়ে তাই ওগুলো
      কম দামেতেই বেচে ।।
এমন সময় আকাশ ঘিরে
      মেঘ করল বেশ ।
জগা ভাবে এখানেতেই
      হাট বুঝি হয় শেষ ।।
মুষলধারে বৃষ্টি এল
      সবাই পালাই ছুটে ।
জগা বলে, “এমন হলে
      আসবো না আর হাটে” ।।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.