![]() |
গোপন প্রিয়া : পুষ্পজিৎ পতি |
জানি, তুমি....
নীলিমায় নীল হয়ে পাড়ি দেবে
নীল প্রেমের আঙিনায়,
বুকের মাঝে আঁচল খসা উত্তাপে জড়িয়ে নেবে নিজের করে,
জলধি ঊর্মিমালায়.
সৈকত ভূমে অধরা স্বপ্ন নিয়ে নিশি-জাগা তারুণ্য,
তৃষাতুর বুকে এঁকে যায় একে একে কল্পনার নীলে আদিম প্রেমের আবেগ.
পৃথিবীর আর সব কিছুই সভ্যতায় মোড়া সহজাত, সহজ-লভ্য.
মূল্যহীনতার দায় এড়ায় অজুহাতে, নির্লজ্জতায়.
তখনও তোমার বুকে ওঠা ঢেউয়ের ফেনিল পরশ,
প্রেমের ঠোঁটে চুমু খায়...
এখনো প্রেম বয়ে নিয়ে যায় আদিম সবুজ অনুভূতি,
যুবতী বুকে কাঁপন ধরায় সে আজও.
এখনও প্রেম বেঁচে আছে, নিশি-জাগা তারুণ্যে,
আদিম সত্তায়,
তোমার ফেনিল সৈকত ভূমে-
জোৎস্নায় আর জোনাকি আলোতে,
ঝাও বনে...
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন