![]() |
মন চায় : ছবি ধর |
মন চায় আরও কিছু -
মন চায় কতো কিছু --
সবুজ ঘেরা বাগিচা , দীঘির ধারে
নারকেলগাছের সারি ,
ঘাটে বাঁধানো সিঁড়ি নামবে আড়াআড়ি l
জলময়ূর আর গাঙচিল এসে
পদ্মপাতায় বসবে নির্দিধায়
জলের ভেতর আড়ি পেতে ছো মেরে তুলে আনবে মাছ
শিকারি পাখির চোখে তখন
লোলুপ খিদের তাড়না
ইচ্ছেডানায় লেখা
তেপান্তরের ঠিকানা বয়ে
শূন্যে উড়ে যায় আকাশে ,
তাল গাছের ওপর দিয়ে l
আমি শূন্যে চেয়ে থাকি অপলক --
আমি তখনও দীঘির ঘাটে পা ডুবিয়ে জলে ---
অবেলায় বসে
ভাবছি কত কী
জলের ভেতর পা নাড়ছি l
অন্ধকারে ঢেকে যায় জল ,
পাখী ফিরে গেছে নীড়ে l
আপনজনের ভীড়ে ---
সকলেই ফিরে যায় নিজের ঠিকানায় l
পাখিদের তত্বকথা আজও জানা হলো না আমার l
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন