![]() |
উদাসীন : পুষ্পজিৎ পতি |
উদাসীন আবর্তে সম্পর্কের বুনন, থোক ছাড়া আঙুরের মতো কমদামী...
ফ্যাকাসে হলুদ.
বুক ঢিপ ঢিপ করা সম্পর্ক, চোখে জ্বালা ধরায় কেবল.
উত্তাপ নিভেগেছে শীতল কর্তব্যের আড়ালে.
বেহিসাবী সময়ে স্ফুর্তির অফুরান আকাশ, জীবনের অঙ্ককে করে দেয় এলোমেলো...
জড়ানো সুতোর বান্ডিলে.
পৃথিবীর সব রং মিশে গেলে, সম্পর্ক আকাশে জমে কালো মেঘ.
হলদেটে, সজীব অনুভূতি.
দূরে অনেক দূরে সরে যায়. তখন ঢাকের তালে কাশ দোলে না, শিউলী ঝরেনা সুগন্ধে, শুধু ধনুচি নাচের একটুকরো আগুন...
ঘিরে ধরে মন পোড়া আঁশুটে গন্ধ নিয়ে....
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন