![]() |
হৃদয়-নবনীতায় : নৃপেন্দ্রনাথ মহন্ত |
তুমি চলে গেলে।হাসিটি তো রয়ে গেলো।
মৃত্যুকে তার বরাবর উপহাস
দিন শেষ হোলো সূর্যও ডুবে গেলো
রাত্রির গলায় পরিয়ে দিয়েছো ফাঁস।
সব ঋণ তুমি চুকিয়ে গেলে কি আজ
জমা ছিলো যা নীরব বুকের খাতায়
আকাশেরও দেখি ভালোবাসার সাজ
আর্দ্র হোল চোখ হৃদয়- নবনীতায়।
বারান্দায় বসে রোদ্দুর- প্রতীক্ষায়
কাগজে-কলমে ছিলনা তো রেষারেষি
কতো যে জেদ জমানো মনের মুঠায়
সবকিছু আজ বিলীন কম বা বেশি।
অনেক হোলো ভ্রমণ এদিক সেদিক
মৃত্যু কাউকে ছুটতে দেবে না আর
হারায় কতো মুখ বুকের মাঝে দিক
তোমার ভ্রমণ রয়ে যাবে অনিবার।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন