![]() |
রাজস্থানী : নির্মাল্য ঘোষ |
থর মরুভূমির বুকে যেদিন ইতিহাস
লিখতে বসেছিলাম কেউ ছিল না
আমার পাশে...
শুধু একটা সূর্যাস্ত ছিল
কিছু রাজস্থানী গান আর একটা
সূর্যোদয়ের স্বপ্ন আশেপাশে ঘোরাফেরা
করছিল..
সারি সারি উটগুলো মুচকি মুচকি হাসছিল
আর একটা কাশ ফুল মরুবুকে উড়ে
এসে জুড়ে বসেছিল
ফণী মনসার কাঁটা বর্ষার স্বপ্ন দেখছিল
বালু ঝাড়তে ঝাড়তে
আর রানা প্রতাপের চেতক চিতোর
থেকে ক্লান্ত পায়ে এসেছিল আমাকে
মরুভূমিটা পার করে দেবে বলে
পদ্মাবতী আর একটা জহর করবে
ভেবেছিল আমার অসম্পূর্ণ ইতিহাসকে
সম্পূর্ণ করার লক্ষ্যে
আমি তখন মীরাবাঈ হাতড়াচ্ছি উটধূলি দিগন্তে একটা সোনার কেল্লার আশায়
আর দূরে বহুদূরে কে যেন গেয়ে চলেছে
" মারা রে গিরিধার গোপাল..."
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন