![]() |
পুত্র প্রাপ্তি : সোনালী মুখার্জী |
দাদা ???দাদারে ??বৌদি ??
একবার দরজা টা খোলো না ??
বাইরে থেকে ডাকছে যে মেয়েটি ..
বারে বারে ..ওর নাম অহনা ...
বার দশেক ডাকার পরে
খুললো দরজা যে
মুখে নিয়ে একরাশ বিরক্তি ..
ও মেয়েটির বৌদি ..
নাম মালতি ...
বললো ..কি দরকার ?আবার কি চাই ?
বাড়ি ছেড়েও শান্তি নেই ?
পিছু পিছু কেন আসো ??
শুধু আমাদের জ্বালাতে ?
না কি টাকার ধান্দাতে ...
মুখ খুললো অহনা ..
চোখের পাতা ভারী
বললো ..বৌদি ..দাদা কে বলো না ..
মায়ের যে বড্ডো অসুখ ..
তোমাদের দেখতে চাইছে শুধু একবার ..
চলো না গো ..একটু তাড়াতাড়ি ??
ব্যাস ..হয়ে গেলো ঘুরতে যাওয়া
কাল ভোরে ফ্লাইট ..
তোমরা মা মেয়ে কি একটুও
দেবেনা শান্তি ??
করেছো পন ?করবে অশান্তি ?
আমাদের দেবে টাইট ??
কথার মাঝে দরজা থেকে
বেরোলো যে ছেলেটি ??
ওর নাম বিপ্লব ..অহনার দাদা ..
ডাকনাম বুল্টি ..
এসেই বোনকে করে প্রশ্ন
কেন তাদের এত দৈন ?
যেদিন ঝগড়া করে ছাড়লাম ঘর ?
তুই ই তো নিলি মায়ের ভার ..
তবে এখন কিসের জন্যে ..
বার বার আসিস কারণে অকারণে ??
শোন্ ..এখন আমার সময় নেই
কাল যাচ্ছি ঘুরতে চেন্নাই ..
ফিরে এসে যাবো সেথা
মাকে বলিস আমার কথা ..
এখন আমার অনেক কাজ
সাথে গোছগাছ করা আছে বাকি ..
তুই এখন যা ..যখন তখন আসিস না আর
ঘুরে আসি ??যাবো এখন একবার ..
অহনা ফিরলো বুকে কষ্ট
মায়ের চোখে ভরা আকুতি ..
বললো দাদা আসছে কদিন বাদেই
একটু শান্ত থাকো ..লক্ষিটি ...
মায়ের যে আর সইলো না তর ..
প্রাণপাখি টা ছাড়লো যে ঘর ..
উদাস মনে একলা মেয়ে
ভাবে বসে অন্য মনে ..
ভাগ্গিস সেও হয়নি ছেলে ?
তাইতো মা তুমি স্বর্গে গেলে ..
নাহলে হয়তো ব্যেওয়ারিশ লাশ হয়ে
থাকতে কোথাও পড়ে
মাসের পর মাস ..
তবু এখনো দেখি ..
ছেলে সুখ ই মায়েদের সুখ ..
ছেলের কথায় এখনো
মায়েদের গর্বে ভরে ওঠে বুক ...
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন