![]() |
গলা উচ্চারণ : প্রতিমা রায়বিশ্বাস |
এখনও বিরহ তাপে পুড়ে যায় উৎসব।
তোমাদের খুশিমাখা হইচই, আলো হওয়া উল্লাসে সম্ভ্রান্ত ঈশ্বর।
থাক।থাক।আমার নীলচে আঘাত জ্বলছে দাউদাউ...কুচিকুচি টুনির ভিতর।
মনে পড়ছে তিতিক্ষায় ছুঁড়ে দেওয়া তোমার সংলাপ,
বিশ্ময়ে ভাবি...কী তাপে উচ্চারণ সব...গলে গলে এত চোখের জল?
কত কত প্রতিমা...আইলাইনার ভেদে ফেলেছে মায়া
বেদনারা তবু পুজোর গান। তুমি না। সে তুমি না।
আলোতে আলোতে মন্ডপের বাঁশে বাঁশে জ্বলে স্নায়ুশিখা ,
ছুঁয়ে ছুঁয়ে খুঁটি বলেছিলে "আমার মোহন বাঁশি।"
এখন সে ধ্বনি...সে কথা এখন, ডিজের ভাইব্রেশন....
আহত শব্দের নিকট আসে,
বলে..."সূচিপত্রে তোমার বিগত পরীক্ষার সিলেবাস চলে গেছে বহুদূর...
এবার জীবন খন্ডে আনো গীতগোবিন্দম,
আমি রাধা জলপরী...অথই চোখের জল। "
তবু এ বিষাদ যেন কবিতার সম্পদ। পিপাসা প্রাচীন তিরতির।
চোখের নিচে গাল দুটি আমার , রোহিনী জন্মের ভার বইছে যেন,
সবজিতে সবজিতে স্থুলাকার পেশী ব্যাথা পুরে ওঠে যেন।
লাভ ক্ষতির ইশারা অন্য ,দোকানপাটে সাজানো থাকে প্রয়োজন।
পরিবার সব সেভাবে সাজিয়ে রেখেছি যত্নে আত্মীয় আলমারি, সোকেজ,খাট
শুধু ড্রেসিংটেবিলের কাঁচে আমাদের আরও একটি দেহ আছে।
হয়ত ওই বিবেক দেখা যায় , আয়নাই যার আবাসন ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন