প্রহেলিকা : সুমন মল্লিক

প্রহেলিকা : সুমন মল্লিক 
প্রহেলিকা : সুমন মল্লিক 


ইচ্ছেগুলো ঝোলানো আছে এক একটা মেঘ থেকে
আর আকাশের মাঝে আঁকা আছে আয়ুর ক্ষয় ৷
বলো, কোন অসম্ভবের দেশে দেখেছো এমন –
জীবন আর মৃত্যু পাশাপাশি শুয়ে দাহ হয় ৷

কখনও জল, কখনও আগুন হও সময়ে অসময়ে
স্বপ্ন খসে যাবার পর আয়নার সামনে দাঁড়াই ৷
দুটো মুখ পুড়ছে দেখো নিয়তির অদৃশ্য মশানে
এসো ভস্ম গিলে খাই, এসো ধ্বংস গিলে খাই ৷

যতটা দূরে রাখা সম্ভব রেখেছো আলতো অস্থিরতা
ভাঙা কাচের ভেতর রেখেছো অক্ষয় বিহঙ্গডানা ৷
মায়ার অরণ্যে হেঁটে চলেছি একা শ্লথ পদক্ষেপে
দু’হাত ভর্তি প্রেম অথচ পেছন ফিরে দেখা মানা ৷

প্রেম-কবরে সাজানো আছে লাল গোলাপের গুলিস্তান
সারাদিনের ছারখারে তবুও তুমিই শাশ্বত মনোহরা ৷
আঘাতে আগ্রহ জন্মায়, শূন্যে জন্মায় যূথিকা
অথচ চারপাশে ক্ষয়ের মরুদ্যানে মৌন মৃত্যু ভরা ৷

যেদিকে তাকাই শুধু তুমি, দেবীর মতো শাসন করো
গুঁড়ো গুঁড়ো মনের ভেতর মন বদলের সিংহদুয়ার ৷
মুখোশ তুমি, মুখোশ আমি, মুখোশে ঢাকি মোহতিমির
এক জনমে দুই জীবন – একটি আমার, একটি তোমার ৷
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.