![]() |
ভারত শুধু রাষ্ট্র নয় : গোবিন্দ ধর |
ভারতবর্ষ বললে শুধু ইন্ডিয়া বোঝায় না।
ভারতবর্ষ বললে শুধু একটি রাষ্ট্র না।
ভারতবর্ষ বললে শুধু এক ধর্ম না।
ভারতবর্ষ বললে একজন মা উঠে আসেন।
ভারতবর্ষ বললে একজন বাবা উঠে আসেন।
ভারতবর্ষ বললে উঠে আসে সহনশীলতা।
ভারতবর্ষ বললে আমার প্রেমিকার মুখ মনে পড়ে।
ভারতবর্ষ বললে আমার সন্তানের মুখ মনে পড়ে।
ভারতবর্ষ বললে আমার মা মাটির কথা মনে পড়ে।
ভারতবর্ষ আমার আত্মার উর্বর জলডুব।
ভারতবর্ষ আমার হৃদয়ের লাবডুব।
ভারতবর্ষ আমার বিবিধের মাঝে এক জাতি একতা।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন