![]() |
স্বপ্ন বাঁচা মরা : মেহেদী পাতা |
মধু বাই লেনের এই আট বাই দশ ঘরে
আরশোলা মাকড়সা টিকটিকি আমার সঙ্গী
আর কেউ নেই
কাউকে চাই না আমি এ' স্যাঁতসেঁতে জীবনে
প্রতি রাতে একটা শৌখিন জ্বর আমাকে ঘুম পাড়ায়
তারপর স্বপ্ন, সুখ, আধপেট খাওয়ার কষ্ট উধাও
প্যারাসিটামল খাই না পাছে জ্বর চলে যায়
সেদিন পড়ে আছি অকেজো হয়ে
আর কিছু বাকী নেই করার
জলচৌকির পাগুলো হঠাৎ দুলে উঠলো
পশ্চিম কোণের সিলিং থেকে খসে পড়লো চাঙড়
সে রাতে আর জ্বর এলো না
বেঁচে থাকার স্বপ্ন গুঁড়িয়ে দিল ভূমিকম্প
অন্ধকার সুখ মিশে গেল আলোর যন্ত্রণায়
গলির মুখে সৎকার সমিতির গাড়ি দাঁড়িয়ে
ওখানে রয়েছে রজনীগন্ধা, আমার মধ্যবিত্ত বিলাস।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন