নীলাঞ্জনা : আরতি ধর

নীলাঞ্জনা : আরতি ধর
নীলাঞ্জনা : আরতি ধর

নীলাঞ্জনা---
তুমি আজ আমার ভাবনা
বহুদিন পরে
আজ আবার এলে তুমি
বৃষ্টি মুখর সন্ধ্যা র হাত ধরে,,,

মন আজ দ্বিধা-দ্বন্দ্বে ঠাসা
হৃদয় থেকে উধাও হয়েছে
অনেক টা ক্লোরোফিল----

আজ আর ব্যস্ততা সঙ্গী নয়
বরং আজ অস্থি- মজ্জা যেন
খানিকটা জড় পদার্থ---

নীলাঞ্জনা
অতিক্রম করে যাওয়া
কিছু সোনালী অনুভব
অভিমানে ভরা পান পাতার মত একখানি মুখ---

চশমার পুরু কাঁচ আজ
ভেদ করতে চায়
ওই গাঢ় লাল টিপের আড়ালে র কিছু দুর্ভেদ্য রহস্য!

সময় বহমান
ভাসিয়ে নিয়ে যায় নানা গুঞ্জন
শুধু জমা হয়ে থাকে
নিরেট কিছু
মনের খনিতে, খনিজ সম্পদ রুপে----

নীলাঞ্জনা
যেন এক শুন্য বাগানে
ভ্রমরের নিত্য আনাগোনা
কানে বাজে আজও
গুনগুন গুঞ্জন
অজস্র স্মৃতি ভারে ঝুঁকে পড়া
একটা মন-----

হিসেব মেলায়
বেঁচে থাকা মগজের অবশিষ্টাংশ  দিয়ে,
ঢলঢলে কালো চোখের কোল বেয়ে নেমে আসতে চাওয়া
মুক্তো বিন্দু র ---

অথবা লজ্জা য় রক্তিম আভা
ওই চিবুকে র তলের
কে জানে তাকে মাপা যায়
কোন পরিমাপের তুলা যন্ত্রে!

নীলাঞ্জনা
আজও কি রহস্য -ময়ী
নাকি নীল আঁচড়ে পরিপূর্ণ
এক খোলা তাম্রলিপি!
নাকি এখনো বাকি
সারাংশ অথবা উপসংহারে র???
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.