![]() |
প্রতিকার : রতন বসাক |
প্রতিকার : রতন বসাক
চলো সবার মাঝে সবার সাথে
বাঁচি সব মিলেমিশে হৃদয় খুলে ।
মনের মধ্যে জমে থাকা ময়লা
হিংসা বিদ্বেষ যত আছে ভুলে ।
বাংলা আমার, ভারত আমার
বৈচিত্র্যময় ঐক্য মিলে দেশ ।
বিভেদের মাঝে গড়ো একতা
রাম-রহিমে কেন এত বিদ্বেষ ?
সবাই এসো এগিয়ে যাই গড়ি
এমন একটা আদর্শ সমাজ ।
নিজের মন থেকে ভালোবেসে
এসো বিভেদ ভুলে সব আজ ।
হিন্দু মুসলিম শিখ খৃস্টান সব
ধর্ম মানাও গিয়ে নিজের ঘরে ।
ভালো কাজ করে সবার জন্য
চলো থাকি একে অপরের তরে ।
কেউ জানিনা থাকবো ক'দিন
সবাই এমন সুন্দর এই ভুবনে ।
একে অন্যের সুখে দুখে থেকে
জ্বালাও আলো সবার জীবনে ।
মনের থেকে মুছে ফেলো সবাই
জমে আছে যত সব অহংকার ।
সমাজের ভুল ভ্রান্তি খুঁজে নিয়ে
চলো মিলে করি তার প্রতিকার ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন