![]() |
অব-স্মরণ : সত্তাপ্রিয় বর্মন |
চক্রবৃদ্ধি হারে পারদের উচ্চতা বেড়ে চলেছে
সিলিং পাখায় ধুলো জমে জমে পাহাড়,
গভীর রাতের নিস্তব্ধতা পবিত্র আগুনের আঁচ পেল
যখন তোমায় মনের মধ্যে জপ করেছিলাম কোনো প্রয়োজন ছাড়াই -
স্নিগ্ধতার মত সেই মালা শরতের শিশির বিন্দু হ'য়ে
তোমার উঠোন পর্যন্ত যায়নি।
তোমার ফোন কল বেজে উঠলে বুঝতে পারি
প্রয়োজন তোমায় গলা চেপে ধরেছে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন