![]() |
শরৎ- এর- আকাশ : আরতি ধর |
শরৎ এর আকাশ---
সারি- সারি সাদা মেঘ ভেসে বেড়ায়
সারা আকাশ জুড়ে এক শিল্পী যেন ছড়িয়ে দিয়েছে রাশি- রাশি সাদা রঙ---
আস্তে -আস্তে সব সাদা দিয়ে শিল্পী বোধহয় তৈরি করবে তার সাধের সৌধ-----
শরৎ এর নদী----
দু-পাড় যে সাজিয়েছে সাদা কাশফুলে
আহ্লাদিত কাশবন যেন ঢলে-ঢলে পরে
এ ওর উপরে-----
বলে যেন কানে- কানে!
এসো মা এই শুভক্ষণে...
দেখো, আমরা যে সাজিয়েছি
নদীর দু-পাড়
তোমারই তরে---
শরৎ এর শিউলি----
রাত-ভর গাছের শোভা বাড়ায়
আর শারদ প্রাতে নিজেকে ঝড়ায়
ছোট্ট -ছোট্ট মিষ্টি হাত গুলি
কুড়িয়ে শিউলি, ভরায় সাজি
তারপর---
কখনো গাঁথে মালা
কখনো সাজায় তুলশী তলা---
আবার নজর আকাশে--
আরে!!!!
শিল্পী যে সব সাদা করেছে একসাথে
আমার এই ভাবনার অবকাশে!
সব সাদা নিয়ে
নিজের অনুভূতি র রঙ টুকু মিশিয়ে,,,,,
সৃষ্টি করেছে সে
একজোড়া শান্তির দূত
দুধ সাদা কবুতর---
আর সে কবুতর
আকাশ থেকে যেন ছড়িয়ে দিচ্ছে রাশি- রাশি শান্তি র বারি ---
আর বলছে--
শান্ত হ ও ধরণী
আর নয় হিংসা, হানাহানি
কান পাতো বাতাসে
শুনতে পাবে আগমনির ধ্বনি
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন