![]() |
বিভ্রান্তি : নৃপেন্দ্রনাথ মহন্ত |
কোথায় কী যে হচ্ছে কে জানে
যাদবপুর নাকি উত্তাল
মন্ত্রীর নাকি হেনস্থা হয়েছে
অতি সক্রিয় রাজ্যপাল।
বিবৃতি আর বিবৃতি শুধু
মুখের পেশীর আস্ফালন
কে যে শেষে জিতবে কে জানে
রাজ্যমন্ত্রী না রাজভবন।
রাজায় রাজায় যুদ্ধ হলে
মজায় থাকে সাংবাদিক
কে করেছে ভুল কে জানে
একশো ভাগ কে ছিল ঠিক।
চোর-পুলিশের খেলায় তো
নাটক নাকি জমজমাট
কেউ ভাঙছে আইন আর
কেউ বাঁধছে অষ্টঘাট।
পালালো কে? গোয়েন্দা প্রধান!
পিছু ধাওয়া করছে কারা?
ও কী! ছি,ছি,ভাই, সিবিআই
তোমরা কেন এমন ধারা?
এসব দেখে আমার আর
ক্ষুদ্র বুদ্ধিতে কুলোয় না
কার কখন পাখা গজায়
কার যে কখন ভাঙে ডানা।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন