![]() |
তিনজাদুশব্দ২৫ : কিশলয় গুপ্ত |
শিকড়ে বাঁধা পড়ে আছি বলে
দু'চোখের সামনে ছিঁড়লে বর্ণপরিচয়
আমি তো কর গুনে নামতা মিলাতে পারি
নিঃশ্বাসের তর্জমা লাগে না কদাচ।
এক আলোকবর্ষ পিছনে রেখেছি শোক
ধর্মগ্রন্থের ভিতরে গুঁজে থাকা মাথা
চড়া দামে বিক্রি হয় কালোবাজারে
মতান্তরে দালালদের পোয়াবারো কাল
এক ঝাঁক উজ্জ্বল মাছ সোনালী স্বপ্নে
সাঁকো পেরিয়েছিল নাবালক সকালে
মধ্য দুপুর গড়িয়ে বিশ্রামরত তারা
বিকালের সব গল্প অনাগত সময়ে...
সমূলে বাঁধা পড়ে গেছি বলে
ভুল করেও ভেবো না অসুখী হৃদয়।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন