![]() |
একগুচ্ছ কবিতা : ইলোরা বিশ্বাস |
১.
তুমি দেখো ধূসর পান্ডুলিপি
কেউ দেখে তাতে রঙ
ক্লান্তিহীন পথ চলা যখন তখন
উইদেরো আছে প্রাণ অট্টালিকা বানায় কারো ঘরে
তুমি দেখো রঙহীন জীবন
ওরা জয়ের পতাকা নাড়ে
২.
ক্ষমতা প্রমাণ দেয তাই় ক্ষমতা দেখায় ওরা
একদিন বোঝে অন্য কোথাও নিঃসহায় কতটা
নিঃসম্বল তারা
প্রতিশ্রুতি ভঙ্গ যারা করে
বঞ্চিত তারাও হয় কোনোখানে জীবনযুদ্ধ শেষে
স্বীকার করে মনে পথ নেই নিরাময়
৩.
নিজের পৃথিবী বলে কোথাও কিছু নেই
নিজের পৃথিবী শুধু মন পৃথিবী ও চলে
নিজের মত করে সৌরসংসার বাঁধন
৪.
পাওয়ার চেয়ে দেওয়াই বেশি আমার জীবনমালা
অতীত জেনে শিউরে উঠে অন্ধ বোবা কালা
তবুও আমি যা পেয়েছি কেউ পাইনি তা
শিক্ষা আর অভিঞ্জতায় অসীম বেদনা
৫.
সুখ জানি মনের ভেতর উতলে ওঠা ফেনা
ঘরের কোণে অন্ধকারেও
সুখের আনাগোনা
সুখের আবার অসুখ ও হয়
অসুখ সারে কিসে
আবার আসে অনুভূতি
সুখের নির্বিশেষে
এই তো ছিল কোথায় গেল খোঁজ খোঁজ সব রব
ধনদৌলত শিক্ষাদীক্ষা
দরিদ্র ভগীরথ
সুখ বুঝি এক রাজা হল
আত্মার পূর্ণতা
মিটিয়ে শ্বাস চুটিয়ে আশ
প্রেমের কবিতা
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন