![]() |
একজন ছড়াপ্রিয় মানুষ অনুপ দেব : গোবিন্দ ধর |
অনুপ দেবের জন্ম ছয়ের দশকে আসামের খড়িকাটিয়া চা-বাগানে।জন্মের দুইমাস পরে ভাষা দাঙ্গায় গৃহহারা হয়ে ত্রিপুরায় আসেন।স্কুলের গণ্ডি পেরিয়ে গেলেও কলেজের চৌ-কাঠে পা রাখতে পারেননি।বৈচিত্র -বিরল জীবন।দারিদ্র তাঁর নিত্য সঙ্গী। এককালে বইয়ের অভাবে কাগজের ঠোঙা খুলেও পড়তেন।কৈশোরে মাইকেলের 'সমাধি -লিপি'কবিতা পাঠ করে লেখক হবার বাসনা জন্মায়।বাসনাকে সত্তার গভীরে লালন করে রাখেন।জীবনের পড়ন্তবেলায় তাঁর কলম থেকে বেরিয়ে এসছে ফসল।২০১২ সালে প্রকাশিত হয়েছে শিশু কিশোরদের উপযোগী ছড়া সংকলন'খেয়াল খুশির ছড়া'।নিজের ছড়ার বইটি হাতে নিয়ে তিনি এখন বলতে পারেন-তুমি কি বিশ্বাস করবে বলো;
-আমার রক্তের প্রতিটি কণা তোমার কথা বলে।
অনুপ দেব একজন ছড়াপ্রিয় মানুষ।ছড়া লেখেন।ছড়া পড়েন।ছড়া বোঝেনও।
ত্রিপুরার ছড়াশিল্পী চুনী দাশের উত্তরসরী অনুপ দেব ছড়া বোঝেনও।
ছড়া কেবল শিশুকিশোরেরই নয়।ছড়া বড়দেরও।অন্নদাশংকর রায় সে কথা প্রমান করেছেন।তাঁর "তেলের শিশি ভাঙলো বলে খুকীর উপর রাগ করো' বিখ্যাত পংক্তি। তেমনি অনুপ দেবও আমাদের অনেক উল্লেখযোগ্য পংক্তি উপহার দিয়েছেন।
তাঁর একটি ছড়া
জলসা
শেয়াল যখন খেয়াল গায়
তবলা বাজায় টুনটুনি।
সারস নাচে সানাই নিয়ে
গলায় বেঁধে ঝুমঝুমি।
বাঘের হাতে বাঁশের বাঁশি
পায়রা খোঁজে পিয়ানো।
ডাহুক ছানার ডুগডুগিটা
বিড়াল বলে মিয়ানো।
তাঁর কথায়" আমি এখনো ছড়া পড়ি এবং বিশ্বাস করি ছড়া কেবল ছোটদের নয়,বড়োদেরও ভালোবাসার সামগ্রী। ছড়ার প্রতি দূর্বলতাই আমাকে ছড়া লিখতে অনুপ্রাণিত করেছে।"
আমরাও বিশ্বাস করি অনুপ দেবের ছড়া পাঠকের মনে ভালো লাগাবে।ভালোবাসায় তাঁর ছড়া দোলা দেবে পাঠকের মনে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন