![]() |
হে ঈশ্বর , আমাকে নরকে পাঠিও : সৈয়দ সওকাত হোসেন |
সারাটা জীবন
অন্যের পুণ্যের নুড়ি কুড়াতে কুড়াতে
আমার ঝুলি আজ শূন্য
সকলে নিয়ে যাবে হীরে পান্না
আমি খালি হাতে , ঘুষ তো দিতে পারব না
তাই না হয় নরকে পাঠিয়ে দিয়ো ...
শুনেছি
স্বর্গে নাকি অপ্সরাদের ভীড়
মেনকা , রম্ভা আর উর্বষীদের বাঁকা চলন
শরীরের ভাষা তো জানা নেই
ওটা পুরুষের কাজ , প্রেমিকের নয়
এতো আয়েশ আরাম আমার ঠিক পুষাবে না ...
তারচেয়ে না হয় বাপু
আমাকে নরকেই পাঠিও
সকলের সাথে খেটেখুটে দিনান্তে
পেটভর্তি এক গামলা মাড়ভাত খাব ।।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন