নারী ভ্রূণ কথা : মেহেদী পাতা

মেহেদী পাতা
 নারী ভ্রূণ কথা

এই শোন্
শুনতে পাচ্ছিস্ নাড়ীতে ?
ও'রা আইন কিনেছে চড়া দামে
 সিরিঞ্জে মৃত্যু ভরে
এগিয়ে আসছে আমার দিকে
ভাঙা চলবে না কিছুতেই ট্র্যাডিশন
ছেলে চাই ছেলে প্রথম বাতি

 কে, কে সেলফোনে ?

আমি, আমি সৃজা
তোমার মেয়ে, মেয়েই
 জলতুলিতে দোঁহা আঁকছি কন্যাজন্মের
তোমার যোনিতে হাজার সূর্য
আমার শুধু আমারই জন্য

একটা জন্ম চাই জন্ম, চূড়ান্ত লড়াই ।

এই শোন্,
শুনতে পাচ্ছিস্ নাড়ীতে ?
যুদ্ধ শেষ
জীবন ওদের নিয়ে গেছে অ্যাসাইলামে
হাড়িকাঠ ভেঙে

কোল পেতে বসে আছি পদ্মবনে ।

শুনতে পাচ্ছো মা ?
'কন্যাভ্রূণ হত্যাকারীর কালো হাত
 ভেঙে দাও গুঁড়িয়ে দাও'
 বিউগল্ বাজাও সিং' দরজায়

আমি আসছি, আসছি ।

কখন ভোর হয়ে গেছে
সাড়া নেই সেলফোনে
স্বপ্নও চলে গেছে দোর খুলে
নীলু কাকিমা শাঁখ বাজাচ্ছে
নাতি হয়েছে

দেবীর ব্যথা উঠেছিল কাল রাতে ।

                             
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.