যেভাবে তোমাকে পেলাম : সৈয়দ সওকাত হোসেন

সৈয়দ সওকাত হোসেন
যেভাবে তোমাকে পেলাম

কবিতায় তোমাকে পাওয়া
ছোট্ট ছোট্ট কমেন্টস
কখনও তারিফ কখনও-বা সমালোচনা
আর তারই মাঝে তোমাকে জানা
খুঁজে পাওয়া সেই চেনা পথটি
হয়ত এরই মাঝে লুকিয়ে ছিল
ভালোবাসার গল্পটি ...

আবার আকাশে ভাসালাম
লাটাই-এ জাফরানী মেঘ
ফেসবুকের গোপন পাসওয়ার্ড
কিছু দূরালাপন
আর অকারণে জেগে থাকা মধ্যরাত ...

শিশিরে ভেজা রজনীগন্ধার মাতাল গন্ধ
আবার বেহিসাবি চাঁদ-প্রেম
যৌবনের জোয়ার আছড়িয়ে পড়ে
বুকের শুষ্ক পাড়ে
ভেঙে যায় বাঁধ , তাই সব এলোমেলো
শীতল ধমনীতে উষ্ণ রক্তের নাচন ।।

               
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.