ভাবনায় খুঁজি : সোনালী মুখার্জী

সোনালী মুখার্জী
 ভাবনায় খুঁজি 

ধরো ....কখনো যদি হারিয়ে যাই ..
দূর আকাশের কোনে ..
থাকবে ??আমার জন্যে একটুও ভালোবাসা ..তোমার মনে ??
হঠাৎ যদি না পাও খুঁজে ?
যদি কখনো হারিয়ে যাই ??
ওই তারাদের ভিড়ে ??
থাকবে ??আমার জন্য একটু ও আক্ষেপ ??
তোমার সুখের জীবনে ??
আচ্ছা -- ভাবো ...যদি কখনো হারাই ওই .
দূরে ....সীমানা ছাড়িয়ে ..সীমানার কোলে ?
আর যদি না আসি ফিরে ?
আমার জন্যে কষ্ট পাবে ??
ভরবে দুচোখ জলে ??

হা হা ...জানি থাকবে কষ্ট ..ভরবে দুচোখ ..
হয়তো দু চারদিন ..
আস্তে আস্তে ভুলে যাবে ..
 ভাবনা হবে ক্ষীণ .
স্মৃতির  পাতায় জমবে ধুলো..
ভুলবে আমায় জানি ..
কোনো একটা সময় ..ভাববে বসে ..
ওটা ছিল ..নিছক ই পাগলামি ..

     
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.