![]() |
কুন্তল মণ্ডল |
ওপ্রান্ত থেকে ধেয়ে এল সুর,-"আমার পরান যাহা চায়..."
এপ্রান্ত থেকে ভাসালাম খেয়া,-"তুমি তাই, তুমি তাই গো..."
ইথারে ইথারে তরঙ্গায়িত ; শব্দমালায় মূর্ত হ'ল
নতুন স্বদেশ।
"পাখি সব করে রব রাত্রি পোহালো…"
আমাদের নিঃশব্দ তর্জনীর ওপর এসে দাঁড়ালেন ভারতবর্ষ।
আমরা তাঁর চরণ ছুঁয়ে মিনতি জানালাম।
তিনি আমাদের মাথায় হাত রাখলেন-তথাস্তু
আমরা যুগ্মবিজয়ীর মতো হেসে ওঠলাম,
একে অপরের দিকে চেয়ে থাকলাম অনেকক্ষণ।
তারপর আবার আমরা চলতে শুরু করলাম।
স্বাধীনতা এসে আমাদের পথ আটকালো।
বললাম,আমরা তো তোমাকেই খুঁজছি।
"তোমার পতাকা যারে দাও,তারে বহিবারে দাও শকতি..."
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন