![]() |
কিশলয় গুপ্ত |
হালকা কিছু পেলেই হবে
অল্প কিছু পেলেই সুখী
কল্পতরুর দিন উৎসবে
নাচবে যত সূর্যমুখী
রাতে তারা ক্লান্ত।ঘুমে।
গল্পরা সব থাকবে পড়ে
গন্ধ ছাড়া এ মরসুমে
ধূপ বেচারা ব্যর্থ ।পোড়ে।
অল্প কিছু- বাঁচার মতো
নাচার মতো নিষ্প্রয়োজন
খাঁচার পাখি লুকিয়ে ক্ষত
সাঙ্গ করে জীবনযাপন
হালকা কিছু হাতের কাছে
বৃহৎ যারা হাওয়ায় ভাসুক
কাল কি হবে মনের গাছে
আজকে শীতল বাতাস আসুক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন