![]() |
সন্দীপ কুমার ঝা |
উত্তরাধিকারী
সময়ের আখায় ভালোবাসার বত্রিশভাজা,
গোলগোল ঘোরাফেরা,ভাঁজ ভাঁজ মুখে
আমাদের উত্তরাধীকারী খোঁজে।
ঠাকুমার মাথার পেছনে দেখেছি,আজীবনের
ভুল দিয়ে তৈরি একটা যত্ম বালিশ রাখা।
নাভিতে তেল,কান অবধি কাজল শিশু।
সোহাগের ভবিষ্যত!
ভুল সাইকেলে,ভুল ক্রিং ক্রিং
বেজে যাচ্ছে রোজ, রাস্তার রঙসাইড ধরে।
বাজছে বাজুক,উড়ে উড়ে থাক,খুঁটে খাক
কি হবে,ভুল ঠিকের সাপলুডো খেলে।
হে সময়!আমারও নিম চোখে,দুইদানা চিনি দাও,
আমিও রেখে যাব উত্তরাধিকারী,ছানুয়া ভাজার !
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন