![]() |
উত্তম চৌধুরী |
হয়ত সে যাবে চলে
জীর্ণ নদীমূলে রেখে সুদীর্ঘ বিশ্বাস।
গাছেদের আশপাশ ঘুরে ঘুরে সে জেনেছে
অতি তীব্র আকাঙ্ক্ষার কাছে বেনোজল নেমে আসে।
জলে কিছু থাকে না সংগতি,
দুর্গতি হুড়মুড় করে ভাঙে বেলাভূমি কিংবা সাবেকি পাড়।
আহা--এতসব ঘন ও প্রগাঢ় এবং নিষিক্ত কথা
নির্ভয়ে দুরদার জানেনি সে।
বকশিশে কত যায় ঘাম,রক্ত,অনর্থক চিঠি
সাক্ষ্য আছে নিষিদ্ধ স্থানেও।
এক্ষণে সে ঋদ্ধ।চোখ রাখে জেনাস-এর মতো
অতীত ও ভবিষ্যত কালে।
হয়ত সে যাবে চলে
জীর্ণ নদীমূলেই রেখে যুদ্ধবাতাস।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন