![]() |
বিনন্দ বর্মন |
চলো এবার বিদায়ের শেষ মুহুর্তটুকু
একটু অন্যভাবে অনুভব করি
অন্যরকম বাঁচতে শিখি
তোমার সিঁথির সিদুরে গোধূলি এঁকেছ
আমিও আঁধারে তারা আঁকলাম
দুজনের ঠিকানা যোজন দূরে
মধ্যবর্তী করে রাখলে একটা দেওয়াল।
আর হয়তো বৃষ্টিতে ভেজা হবেনা
দেখা হবেনা আলতো হাওয়ায়
কৃষ্ণচূড়া ফুল বর্ষনের দৃশ্য
কোকরানো চুলগুলো এলোমেলোই থাকবে
নরম হাতের পরশের বাইরেই রয়ে যাবে
সিগারেটের ধোঁয়ায় হবে মেঘ।
এবার তুমি আমাকে নিয়ে লেখ
আমাদের কাছে আসা
আবার দূরত্বের কথা
অবশেষে হারিয়ে যাওয়ার মুহুর্তের কথা
দেখা নাই বা হলো এভাবেই বাঁচবো নিজ নিজ ভাবে
দূরত্বও যাতে লজ্জিত হয় যাপন দেখে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন