![]() |
মনোনীতা চক্রবর্তী |
সম্পর্কেরা রঙিন মাছ যেন
ইশারায় পাড়ে ডাকে ...
দমকা একটা হওয়া হয়ে উড়িয়ে দেয় নীল-স্কার্ফ
আমি স্কার্ফ-এর দিকে তাকাতে এত ব্যস্ত ছিলাম
দেখতেই পাইনি যে, তুমি হাঁটুমুড়ে লাল গোলাপ হাতে
বসেছিলে অনন্তকাল ধরে...
খুব শীত করায় হঠাৎ নজরে পড়ে তোমাকে
তুমি কিন্তু তুমি নও!
তোমার মতো অথবা সাদা-বরফের মতো
আমার স্কার্টের বাগান থেকে
সবক'টা হলুদ পাখি ততক্ষণে ফেরার...
তোমার মতো অথবা আমার মতো
কিংবা আমাদের মতো কেউ
তখনও নিঃশব্দে লিখছে ফেরারী মায়া...
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন