![]() |
বিশ্বজিৎ লায়েক |
না না সত্যি নয় প্রতিনিবৃত্ত নয় কেবল শব্দ নির্দেশে একীভূত গমন
ঘুরতে ঘুরতে ব্রহ্মে আশ্রিত
এক দেওয়াল
উঁচু উঁচু বাড়ি মাথা উঁচু দৃষ্ট ফল ঘাড়ে নিয়ে জড়-অজড় পৃথিবী
উচ্চস্বরে কাঁদছে ব্রহ্ম চতুষ্কল
মৃদুস্বরে বিড়বিড় করতে করতে ওই দেখ
পালিয়ে যাচ্ছে প্রাণ
কিলবিল করছে ক ব্রহ্মের পাশে অন্য এক খ ব্রহ্ম
চাপা অন্ধকারে নিঃসাড় হাহাকার
মুখ ডুবিয়ে শ্রুতি
পুড়ে যাওয়া মেঘের মতো অগ্নি
এক মিনিটের নীরবতা পালন করব আমরা
উল্টে পাল্টে বিষাক্ত করব ফুরফুরে মেজাজ
না না সত্যি নয় ভৌতিক নয় বিশেষণ নয়
একদিন বলে গেছি অনবরত উপপাদ্য
অগ্রাহ্য করেছি ইতি ও অমনা
ঘরের ভেতরে রেখেছি ঘর বলয় পথে ঘুরিয়ে দিয়েছি
ইহলোক-পরলোক
তুচ্ছ ব্যবধান
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন