![]() |
নব কুমার পোদ্দার |
কিভাবে তোমার কাছে এলাম
কিভাবে তোমার কাছে এলাম
কিভাবেই বা তুমি আমার কাছে এলে
এসব নিয়ে অনেক কথা আমরা বলেছি।
ধূপের মহকুমা উড়িয়েছি।
পথ গড়িয়ে আর এক পথে নেমেছে
সূর্যের ঘোড়া এসে বিশ্রাম নিয়েছে আমাদের বায়োস্কোপে।
আমলকির খেয়ালৎ চিত্রে সেইসব দোয়াতবিন্দু সেজেছিল
প্রকাশে ছিল আগ্নেয়,
সহজ, নরম,
সামাজিক সুকোন ছিল।
মেহগিনি আবৃত মৃদু প্রপাত চিহ্ন রেখেছিল মেঘের পেখমপথ
তার উপর কাজল কল্লোলে
আলোগর্ভে বিলাস ভেসেছিল।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন