![]() |
পূর্বালী চক্রবর্তী |
অভ্যাস
নতুন বছরের গা থেকে এখনো থেকে থেকেই
বেরিয়ে আসে তোমার পুরোনো গন্ধ।
শীত মুছতে মুছতে আমি কবিতা সাজাই,আর
অসহায় সৈনিকের মতো গোপনে লালন করি
নিষিদ্ধ ইচ্ছের শৌখিন বাগান ।
পরিচিত তুমি খোলস ত্যাগ করতে করতে
এগিয়ে চলেছ এক গভীর জঙ্গলের দিকে ।
ওয়াচ টাওয়ার থেকে আমি হৃদয়বন্দী করছি
তোমার সেইসব রহস্যময় গতিবিধি;
দেখছি কীভাবে রোদ ছোট হতে হতে রাত হয়ে যায়;
কীভাবে জল শুকোতে শুকোতে নদী চড় হয়ে যায়;
আর,দিন ফুরোতে ফুরোতে কীভাবে বছর পেরিয়ে যায়!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন