![]() |
দীপান্বিতা রায় সরকার |
ইতিহাস
ইতিহাস দেখা যায়, দেখিও।
সেই রূপ স্মৃতিকথা লিখিও।
আমরা তো ঘরকুনো চুপচাপ।
সাগরের গর্জন শিখিও।
আমাদের চোখ নেই, রোদেলা।
গানখানি সুর হীন ছড়ানো,
মাঝে মাঝে হই যদি একলা,
সাগরের গান খানি শিখিও।
হাওয়া হাওয়া রাজাদের মহলে,
লিপিদের গুজরান শুনশান,
একদা ভাদরে কি আষাঢ়ে,
রাণীরাই লিখে গেছে সেই গান।
তুমি বুঝি সেই গান ছুঁয়েছো?
পাথরও চেয়েছিলো পুণঃপ্রাণ।।
আবহনে সাগরের বুকেতেই
রাণীরাই লিখে গেছে সেই গান।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন