![]() |
সুকান্ত পাল |
বহু রক্তের বিনিময়ে স্বাধীনতা
বহু রক্তের বিনিময়ে এ স্বাধীনতা
এমনিতে ঘোচেনি এ পরাধীনতা
কত বিপ্লবী ছিল কারা অন্ধকারে
কত বিপ্লবী গেছে চলে দ্বীপান্তরে।
কত বিপ্লবী ইতিহাসে পায়নিতো ঠাঁই
কেউ নেই আজ তারা বন্দীশালায়।
সাক্ষী আছে ইতিহাসের পাতা
বহু রক্তের বিনিময়ে এ স্বাধীনতা ।
আন্দামানের জেলে আজো শোনা যায়
নিষ্ঠুর বৃটিশের চাবুকের ঘায়।
হয়নিতো ম্লান আজো বিজয়ী হাসি
হাসিমুখে ক্ষুদিরাম পরেছে ফাঁসি।
সাতচল্লিশে এল সেই বারতা
বহু রক্তের বিনিময়ে এ স্বাধীনতা ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন