![]() |
জয়দীপ সেন |
১
রমেন আচার্য কবি
সন্তোষ সিংহ কবি
উত্তম দত্ত কবি।
এদের ব্যঞ্জনায়
কোমল গান্ধার আর কোমল নিষাদের
মাধুরী আছে।
আমি কিন্তু এর চেয়ে ভালো স্তবক লিখতে পারিনি:
টেনে ছিঁড়ে ফেললি
এখন
কোনটা নিয়ে পা ছড়িয়ে কাঁদবি–
মুন্ডু না হৃৎপিন্ড?
২
জানো প্রিয়তমা, তুমি তখনো কুলত্যাগ করোনি
তোমার সামান্যতায় কিচ্ছু যায় আসেনি বিশেষ
যেমন ধরো ঘরে মামুলি হাতুড়ি ও পেরেক
বা ধরো টিকটিকি–
টিউব লাইটের পাশ দিয়ে দ্রুত ছুটে গেল
গেল এই ঘরের দিন রাত্রি পেরিয়ে
কারো কান্নার দৃশ্যে।
আমি ছিলাম সেই ক্ষণে
আমি যথাসাধ্য অংশ নিয়েছি
আমার উপস্থিতিতে গোধূলি হল
আহা কী আশ্চর্য ধুলো ও গোক্ষুর!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন