চিরতরুণ কবি কুন্তল মণ্ডলের বহুমুখী প্রতিভার কাহিনী।

কুন্তল মণ্ডল নব্বই দশকের একজন  উল্লেখযোগ্য কবি। নিরন্তর কাব্যসাধনার সঙ্গে জীবনকে একাত্ম করে কবির জীবনযাপনের যে চিত্র আমাদের চোখে ধরা পড়ে, তা অত্যন্ত আশাব্যঞ্জক। ১৯৬৪ সালের ২২ শে জুলাই কলকাতায় কবির জন্ম। বাবা, প্রয়াত প্রফুল্ল কুমার মণ্ডল। মা, প্রতিমারানী মণ্ডল। 

স্ত্রী সুকৃতি মণ্ডলের অনুপ্ররণা কবির কবিতা রচনার গতিকে ত্বরান্বিত করে। একমাত্র কন্যা স্বাতী মণ্ডলকে নিয়ে কবির ছোট্ট সংসারকে নান্দনিক করে রাখেন কবির অদৃশ্য প্রেমিকা মৌসুমী। যদিও সুকৃতি ও মৌসুমীর অস্তিত্বে আলাদা কোনো উপাদান নেই। নামের ব্যঞ্জনার মতো কবিপত্নীরও আক্ষরিক বিন্যাসের মতো আকৃতি আছে।

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি. মিউজিকে স্নাতক। বর্তমানে পঞ্চায়েত বিভাগে গ্রাম পঞ্চায়েত সচিব হিসেবে কর্মরত। বর্তমানে কর্মসূত্রে কাটোয়ায় থাকেন। নিজস্ব বাড়ি পূর্ব বর্ধমান জেলার ইট্যাগ্রামে। সাহিত্য প্রাণ এই মানুষের জীবনে সাহিত্য ও সংগীত ওতপ্রোত জড়িয়ে আছে। কবিতা ছাড়াও গল্প, গান, মুক্তগদ্য ইত্যাদি লিখে থাকেন। তাঁর লেখা গল্প ও প্রতিবেদন বেতারে (আকাশবাণী) মাঝেমাঝেই পঠিত হয়ে থাকে। 

বিভিন্ন আঙ্গিক ও বিষয়ের ওপর এ পর্যন্ত ছয় শতাধিক গানের রচয়িতা তিনি। নিজেই সুর করে তা পরিবেশন করে থাকেন। বিভিন্ন কবির কবিতাকেও সুর দিয়ে তিনি গান করে থাকেন। "মায়ের হৃদয়" নামে একটি গানের অ্যালবাম প্রকাশ পেয়েছে তাঁর। ছোটো বড়ো বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর লেখা প্রকাশ পেয়ে থাকে।

কবির প্রকাশিত গ্রন্থসমূহ হ'ল 
--------------------------
কবিতা গ্রন্থঃ
---------------------
1.প্রত্নতাত্ত্বিক শিকড় (বাকচর্চা) ১৯৯৩
2. ভূমি ও তরবারি (অতলান্তিক)১৯৯৮
3. সকালবেলার গিটার
(কবিতা প্রতিমাসে)২০০৬
4. হ্যঁ বস্ (অজয়) ২০০৭
5. আলজিভ ছুঁয়েছে মাটি (শিল্পভূমি)২০১০
6. মেঘপিওনের ব্যাগ(পাঠক) ২০১৩
7. প্রেম বাইলেন 
(বীরুৎজাতীয় সাহিত্য,সম্মিলনী)২০১৮
8. দাউদাউ মাতৃভাষা (আলোপৃথিবী)২০১৮

গদ্যগ্রন্থঃ
-------------
1. ভয়পুরাণ (শিল্পভূমি) ২০১৬
2. অ্যালবামে ঘুমন্ত স্বপ্নেরা
(আলোপৃথিবী) ২০১৮
 
 
গীতিগ্রন্থ
---------
1.হৃদয়পুরে বাজে বাঁশি(ব্রজনিকেতন)২০০১
2. হাওয়া নিশান অন্যগান
( মঙ্গলকোট পঞ্চায়েত সমিত)২০০৪
 
গানের অ্যালবাম 
---------------
মায়ের হৃদয়
(সুরতাল অডিও ভিস্যুয়াল)
কলকাতা - ২০০৯
 
সাহিত্যকীর্তির জন্য লব্ধ সম্মাননা 
-----------------------------
গৌরাঙ্গমন্দির কাটোয়া কর্তৃক সম্মাননা--২০০৯
সেরা কবি ২০০৯ 
কলকাকলি সাহিত্য সম্মান ২০১৩
কবি শেখর সম্মাননা ২০১৩
বিনয়পদক -২০১৪
অজয় সাহিত্য সম্মাননা ২০১৪
মহাকুমা সাহিত্যিক সম্মাননা ২০১৫--২০১৬
সংস্কৃতি অঙ্গস বনকাপাসি সাহিত্য সম্মাননা ২০১৭
 

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.