পিঠা
ঐশ্বর্য্য খাঁ
হেমন্তের শেষে এসেছেন ঋতুরানী শীত,
কনকনে শীতে ভাঙ্গা গলায় সকলে করে গীত।
সকাল বেলায় লেপ ছেড়ে ওঠা বড় দায়,
শীতের তীব্রতা যেন সকলকে কাঁপায়।
তবুও শীতকে আমার বেশ ভালো লাগে,
এইসময় মনে এক অনুভূতি জাগে।
বাঙালীর ঘরে ঘরে শুরু হয় পিঠার ধুম,
পিঠার ঘ্রাণে ভেঙে যায় বাঙালীর ঘুম।
এইসময় পিঠার জন্য ঘরে ওঠে রব,
নতুন ধানের পিঠায় হয় শীতের উৎসব।
পাটিসাপটা, ভাঁপাপিঠা আরো ভিন্ন রকম পিঠা,
পিঠায় পিঠায় ভরে যায় পেটের পুটলিটা।
মায়ের তৈরি পিঠা খেয়ে করি আমি বড়াই,
তাইতো আমি নিয়ে বসি দুধ পিঠার কড়াই।
মায়ের হাতের দুধ পিঠা খেয়ে ভরে ওঠে মনটা,
পিঠা খেয়েই কেটে যায় শীত ঋতুটা।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন