পারি না
সত্যেন্দ্রনাথ পাইন
সহজ সরল কথা বলা যায় কি সহজে
আমি তো পারিনা।
অসাড়তা অসাধারণ অবদানে
তাই, মানুষ খোঁজে না।
তবু আমি বাঁচতেই চাই
হলেও জর্জরিত
চঞ্চল হৃদয়ে গহন আঁধারে
হয়ে শিহরিত।
কোন্ সে জ্যোতির্বিজ্ঞান
আমাকে বলে--
উপকূলে দৈন্য ভুলি কেন
নিত্যনতুন সাজালে!
কোন সে গোপন ধনে
আমার ভান্ডারে
ভরে দিলে অমর্ত্য বাণী
সূর্যের আঁধারে।
আমি নিশ্চুপ জানলার দিকে চেয়ে
অমৃত আস্বাদনে
দেবতার উদ্দেশ্যে স্পন্দনে স্পন্দনে
কেউ বুঝি না জানে।
এখন আমি পাতাল বাসী, হে মানব
আমাকে যাও ভুলি
আলোতে ভরুক পৃথিবী তৃষাতুর
মেঘের অবগুণ্ঠন খুলি।
বেদনায় যে সুর রচেছি আমি
সেই হোক্ শেষ গান
তোমরা এগিয়ে চলো পরাও মালা
বীরাঙ্গনারে করো আহ্বান।।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন