ভাইফোঁটা : চিত্তরঞ্জন দাস


ভাইফোঁটা 

চিত্তরঞ্জন দাস

সহোদর ভাই মনু, যমরাজ
          যমুনা ভগিনী যার ---
কৃষ্ণের দাদা, নাম বলরাম
               যমুনা ঘরনী তার !
বিবাহের আগে যমের কপালে
              যমুনা দেয় যে  টিপ,
দীর্ঘ জীবন কামনার সাথে
                জ্বালে ধুপ, জ্বালে দীপ।

সুভদ্রা -- ভাই কৃষ্ণের ভালে
           ফোঁটা দেয় চুয়া-চন্দন ---
অনুসূয়া -- ভাই নন্দীর তরে
          ঢেলে দেয় অভিনন্দন !
 সেই সে রীতির পথ ধরে হয়
             ভাইফোঁটা ঘরে ঘরে ---
আন্তরিকতার সেরা উৎসব
              ভাই ও বোনের তরে।

ধর্ম-বর্নের নেই তো বালাই,
               এ কেবল ভালোবাসা ---
ভাই ও বোনের দুটি অন্তরে
                   চির মিলনের আশা !
শুক্লা তিথির দ্বিতীয়ার শুভ ক্ষণে
          ভাইয়ের কপালে ফোঁটা ---
ভাই ও বোনের শুভ বন্ধনে
              মাতে ভূ-ভারত গোটা !
          

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.